রাসেল, ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীর দাশুড়িয়াতে মাদক, সন্ত্রাস চাঁদাবাজ, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ ) সকালে বিট নং ৭ পুলিশিং এর আয়োজনে ঈশ্বরদীর দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয়ের বীর মুক্তি যোদ্ধা আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তন হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী -আটঘরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন ৭ নং বিট আফিসার এসআই নুরুল হুদা, সহকারী বিট অফিসার এএসআই ওয়াশিম, দাশুড়িয়া গাফ্ফার প্লাজা বাজার কমিটির সভাপতি শামসুল আলম বাদশা মালিথা প্রমুখ।
সমাবেশে ব্যাবসায়ীরা তাদের নানা ধরনের সমস্যা তুলে ধরেন এবং সমস্যার প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসনকে মানবিক পুলিশ হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান। সমাবেশে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও গুজব বিরোধী প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন।
আগামীতেও পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগীতা কামনা করেন। সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যাবসায়ী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, ইউনিয়নের বিভিন্ন কর্মচারী, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন :